ডাকসু নির্বাচন প্রার্থী হিসেবে আলোচনায় যারা
প্রায় ছয় বছরের অচলায়তন ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন হতে যাচ্ছে। তপশিল অনুযায়ী, আগামী ১৯ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট, আর ভোট গ্রহণ ৯ সেপ্টেম্বর। গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে হতে যাচ্ছে এবারের নির্বাচন। এতে কোন কোন ছাত্র সংগঠনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এবং সম্ভাব্য প্রার্থী কারা, তা নিয়ে ক্যাম্পাসে চলছে আলোচনা।
