NCTB Books 2026 : এক ক্লিকে প্রথম থেকে দশম শ্রেণীর বই ডাউনলোড করুন

 

Class 1 to 10 PDF Books 2026

আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। শুরু হয়েছে ২০২৬ শিক্ষাবর্ষ। প্রতি বছরের মতো এবারও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) তাদের ওয়েবসাইটে প্রথম থেকে দশম শ্রেণির সকল পাঠ্যবইয়ের ডিজিটাল সংস্করণ বা পিডিএফ (PDF) প্রকাশ করেছে।

​নতুন বছরের শুরুতে মুদ্রণজনিত কারণে অনেক সময় সব বই হাতে পেতে কিছুটা দেরি হতে পারে। সেক্ষেত্রে ডিজিটাল বই বা ই-বুকগুলো তোমাদের পড়ালেখার গতি সচল রাখতে দারুণ সহায়ক হবে। আজকের ব্লগে আমরা প্রতিটি শ্রেণির বইয়ের ডাউনলোড লিংক এক জায়গায় গুছিয়ে দিয়েছি।

নতুন বছরের শুরুতে মুদ্রণজনিত কারণে অনেক সময় সব বই হাতে পেতে কিছুটা দেরি হতে পারে। সেক্ষেত্রে ডিজিটাল বই বা ই-বুকগুলো তোমাদের পড়ালেখার গতি সচল রাখতে দারুণ সহায়ক হবে। আজকের ব্লগে আমরা সকল শ্রেণির বইয়ের ডাউনলোড লিংক এক জায়গায় গুছিয়ে দিয়েছি।

কিভাবে ই-বুক ডাউনলোড করবেন?

​এনসিটিবি’র অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজেই পিডিএফ ডাউনলোড করা যায়। নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • ​এনসিটিবি পোর্টাল: প্রথমে NCTB-এর অফিসিয়াল পিডিএফ ডাউনলোড পোর্টালে ভিজিট করুন।
  • ​শ্রেণি নির্বাচন: আপনার কাঙ্ক্ষিত শ্রেণি (প্রথম থেকে দশম) বাছাই করুন।
  • ​ডাউনলোড: নির্দিষ্ট বিষয়ের পাশে থাকা ডাউনলোড বা ভিউ বাটনে ক্লিক করলেই বইটি আপনার ডিভাইসে সেভ হয়ে যাবে।

ডাউনলোড লিংকসমূহ: 

প্রথম শ্রেণি: ডাউনলোড লিংক

দ্বিতীয় শ্রেণি: ডাউনলোড লিংক

তৃতীয় শ্রেণি: ডাউনলোড লিংক

চতুর্থ শ্রেণি: ডাউনলোড লিংক

পঞ্চম শ্রেণি: ডাউনলোড লিংক

ষষ্ঠ শ্রেণি: ডাউনলোড লিংক

সপ্তম শ্রেণি: ডাউনলোড লিংক

অষ্টম শ্রেণি: ডাউনলোড লিংক

নবম-দশম শ্রেণি: ডাউনলোড লিংক 


বিশেষ দ্রষ্টব্য: বইগুলো ডাউনলোড করতে আপনার ইন্টারনেটের গতি ভালো আছে কিনা নিশ্চিত করুন। পিডিএফ ফাইলগুলো ওপেন করার জন্য আপনার ডিভাইসে 'Adobe Reader' বা যেকোনো PDF Viewer অ্যাপ থাকা প্রয়োজন।

Previous Post
No Comment
    Add Comment
    comment url