বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের সহজ ৫টি নিয়ম
বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের অনেকগুলো নিয়ম আছে। কিন্তু পরীক্ষায় আমাদের সাধারণত ৫টি নিয়ম লিখতে বলা হয়। যখন আমরা এসব নিয়ম খুঁজে দেখি, অনেক সময় এগুলো জটিল মনে হয়।
আজকের ব্লগে আমরা এমন পাঁচটি সবচেয়ে সহজ নিয়ম নিয়ে এসেছি। একবার চোখ বুলালেই এগুলো মুখস্ত করতে পারবেন, আর পরীক্ষার খাতায় লিখলে ৫ মার্ক পেয়ে যাবেন।
১. শব্দের শেষে বিসর্গ থাকবে না। যেমন: ক্রমশ, প্রায়শ, মূলত ইত্যাদি।
২. রেফ-এর পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন: অর্চনা, অর্জন।
৩. বিদেশি ভাষার শব্দের বানানে ই-কার ব্যবহৃত হয়। যেমন: ইংরেজি, ফারসি, আরবি।
৪. প্রাণীবাচক অ-তৎসম শব্দে ই-কার বসে। যেমন: হাতি, তিমি, মুরগি ইত্যাদি।
৫. স্ত্রীবাচক অ-তৎসম শব্দে ই-কার বসে। যেমন: মাসি, মামি, কাকি, চাচি।
কেন বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের এই ৫টি নিয়মই বেছে নেবেন?
• এগুলো ছোট ও সহজে মনে রাখা যায়।
• দ্রুত লিখে ফেলা যায়, তাই পরীক্ষায় সময় বাঁচবে।
